Tuesday , December 11 2018

রাজবাড়ীতে মাইক্রোবাস উল্টে প্রাণ হারালেন ২ জন

রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি মাইক্রোবাস উল্টে দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত একজনের নাম রিপন। তিনি টাঙ্গাইলের বাসিন্দা এবং অপরজনের নামপরিচয় এখনো জানা যায়নি।রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোরদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাংশায় মাইক্রোবাস উল্টে যাওয়ার খবরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গেছেন। উদ্ধার কাজ চলছে। নিহতদের বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।