Sunday , April 21 2019

যে ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর যারা উম্মত রয়েছেন, তাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা অতি সহজ। মহান আল্লাহ তায়ালা আখেরী জামানার নবী মুহাম্মদ (সা.) এর উম্মতদের জন্য সে রাস্তা অতি সহজ করে দিয়েছেন। কিন্তু এর মধ্যেও এমন কিছু ব্যক্তি রয়েছে যারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। বিষয়টি আল কোরআন এবং সহিহ হাদিসে স্পষ্ট করা হয়েছে।

আল্লাহ রাব্বুল আল আমীন পবিত্র কোরআনে বলেছেন, ‘যে বেশি বেশি কসম খায় আর যে (বার বার মিথ্যা কসম খাওয়ার কারণে মানুষের কাছে) লাঞ্চিত- যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের কাছে লাগিয়ে ফিরে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না।’ (সূরা- আল কালাম ৬৮: ১০-১১)
এ বিষয়ে মহানবী (সা.) বলেছেন, চোগলখোর ব্যক্তি কখনো আল্লাহ তা’য়ালার জান্নাতে প্রবেশ করবে না। (সহিহ মুসলিম ১/৪৫, হাদিস নং-১০৫)।