Wednesday , November 14 2018

রাজনৈতিক প্রেক্ষাপট ও পটপরিবর্তন নিয়ে আসছে ‘লিডার’

দিলশাদুল হক শিমুল পরিচালিত চলচ্চিত্র ‘লিডার’। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১৬ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।ছবির পরিচালক জানান, ‘লিডার’ একটি রাজনৈতিক চলচ্চিত্র। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও তার পটপরিবর্তন একটি গল্পের মাধ্যমে তুলে আনার চেষ্টা করেছেন তিনি। একই সঙ্গে ছবিতে গুরুত্ব দেয়া হয়েছে তরুণ সমাজের আগামীর ভাবনার দিকে।ডিসেম্বরের ২৩ তারিখে ১১তম জাতীয় নির্বাচন। দেশজুড়ে রাজনৈতিক আলোচনা, হিসাব-নিকাশ। তাই ছবিটি মুক্তির জন্য এখনই মোক্ষম সময়।ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী, শহীদুল আলম সাচ্চু, ওমর সানী, মতিন রহমানসহ আরও অনেকে। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে।