Tuesday , January 22 2019

আপনার হাতে কি অর্ধচন্দ্র আছে?

আপনার হাতের তালু দুটিকে একসঙ্গে জুড়লে কি তাতে অর্ধচন্দ্র রেখা দেখতে পাওয়া যায়? আর যদি অর্ধচন্দ্র রেখা থাকে তাহলে কিন্তু আপনার জীবন সকলের চাইতে কিছুটা হলেও আলাদা৷ এমনটাই দাবি জ্যোতিষ শাস্ত্রের৷ কি হতে পারে এই রেখা থাকার ফলে, চলুন দেখে নেওয়া যাক এই রেখার বৈশিষ্ট্য গুলি৷

১। সাধারণত এই রেখা হৃদয় সুস্থ থাকার ইঙ্গিত দেয়৷ যেই ব্যক্তির হাতে যত ভালোভাবে স্পষ্ট এই রেখা থাকে সেই ব্যক্তির তত সুস্থ হৃদয়৷

২। হৃদয়ের প্রসঙ্গ যখন তখন প্রেম ভালোবাসাকে এড়িয়ে গেলে চলে কি করে? এই রেখাটি বলে দিতে পারে যে আপনি কতটা প্রেমিক মনের৷

৩। কর্মজীবন নির্ধারণেও এর জুড়ি মেলা ভার৷ এই অর্ধচন্দ্র রেখাটি আপনাকে বলে দেবে যে আপনি কতটা কর্মজীবনে সক্ষম৷

৪। আপনার জীবনে বিবাহ কতটা সুখপ্রদ হবে তাও নির্ধারণ করে থাকে এই রেখাটি৷

৫। হৃদয় রেখা হওয়ার ফলে আপনি কতটা মানবিক,তাও নির্ধারণ করে থাকে এই রেখাটি৷ যার যত স্পষ্ট ও নিক্ষুত এই রেখা,সে ততো মানবিক হিসাবে৷