যমজ দুই ছেলে আশের ও নোয়াহ সিং ওয়েবারকে কোলে নিয়ে রয়েছেন সানি। দুজনেরই গায়ে মাখা কেকের নীল ক্রিম। সানির পিছনে দাঁড়িয়ে থাকা স্বামী ড্যানিয়েলকে দেখা যাচ্ছে তাদের মেয়ে নিশা কৌর ওয়েবারকে কোলে নিয়ে থাকতে। পাশাপাশি নিশা, আশের ও নোয়ার আরও বেশকিছু ছবি দিয়ে একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সানি।






কিছুদিন আগেই আশের ও নোয়াহ ১১ মাসে পা দেওয়ার পর তাদের দুজনের সঙ্গে নিশার একটি ছবি পোস্ট করেছিলেন সানি। এবার যমজ দুই পুত্র সন্তানের ১বছরের জন্মদিনের সেলিব্রেশনের ছবি দিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করলেন অভিনেত্রী।






ভিডিওতে দেখা যাচ্ছে সানি তার দুই ছেলে আশের ও নোয়ার সামনে রাখা দুটি নীল কেক। তাতে তাদের নাম লেখা রয়েছে। সেই কেক দুটি দেখে অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছে ছোট্ট আশের ও নোয়া। সেগুলি যে আদপে কী তা বোঝায় ক্ষমতা ওই দুই খুদের নেই।






তাদের সঙ্গে বসে রয়েছে বোন নিশা। দুই ভাইয়ের জন্মদিনের কেক দেখে তার চোখে মুখে উচ্ছ্বাস ধরা পড়েছে। তারপর ওই দুটি কেককে খেলার জিনিস ভেবেই তা গোটা গায়ে মেখেছে সানির দুই পুত্র।