Sunday , May 26 2019

মসজিদে হামলার ঘটনায় টাইগারদের নিয়ে যা বললেন বিরাট কোহলি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি মসজিদে বন্দুকধারীর হামলা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এছাড়াও ২ টি মসজিদে হামলায় প্রাণ হারিয়েছেন ৪৯ জন।

হেগলি পার্কে শুক্রবার অনুশীলন শেষে তামিম ইকবালসহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড় ক্রাইস্টচার্চের মসজিদ আল-নূরে জুমা পড়তে যান। ঠিক যে মুহূর্তে তারা মসজিদে প্রবেশ করবেন, তখনই বন্দুকধারী গুলি করতে থাকেন। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তারা।

টুইটারে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি হামলার ঘটনায় লিখেছেন, শোকাবহ ও মর্মান্তিক। ক্রাইস্টচার্চে এমন কাপুরোষিত ঘটনায় আক্রান্তদের পাশে আছি। বাংলাদেশ দলের জন্য আমার শুভকামনা, নিরাপদে থাকুন।

আগামীকাল শনিবার তৃতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা। ভয়ঙ্কর এই হামলায় ঘটনায় আগামীকালের টেস্ট বাতিল করা হয়েছে। একইসঙ্গে টিম টাইগারদের সফরও বাতিল করা হয়েছে।