Sunday , April 21 2019

হঠাৎ আতঙ্কঃ ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম ।

চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে নগরের অনেক ভবন কেঁপে ওঠে। এদিকে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ বলে জানা যায়।জানা যায় এ ভুমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার।

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের ভূখণ্ডে সমতলের ৫২.৭ কিলোমিটার গভীরে।

তবে, তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে ৪.০১ মাত্রার এই ভূমিকম্প হয়।

আবহাওয়া অধিদফতরের ওয়্যারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম জানান, আগারগাঁও থেকে ৩৭ কিলোমিটার উত্তরপূর্ব দিকে ছিলো এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। সে হিসেবে এলাকাটি গাজীপুর-নরসিংদী সীমানায়।

তিনি আরও জানান, ভূমিকম্পটি মাত্র ২ সেকেন্ড স্থায়ী ছিলো। ঢাকার বিভিন্ন এলাকাসহ আশপাশের বেশ কয়েকটি জেলাতেও এটি অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।