Thursday , September 19 2019

৩ বছরের শিশুকে নিপীড়নের পর শিরশ্ছেদ, আনুশকার ক্ষোভ

ঘুমন্ত মায়ের পাশ থেকে তিন বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণের পর শিরশ্ছেদ ঘটনায় অপরাধীর শাস্তি দাবি করেছেন বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মা।

জামশেদপুরের টাটা নগরের এ জঘন্য ঘটনায় উত্তাল ভারত। ঘটনার নৃশংসতার তীব্র নিন্দা করেছেন ‘পিকে’ তারকা আনুশকা শর্মা।

মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী।

আনুশকা লিখেছেন, ‘মায়ের পাশে ঘুমাচ্ছিল তিন বছরের শিশু। তাকে অপহরণ ও ধর্ষণ করার পর মাথা কেটে ফেলা হয়। কী প্রচণ্ড অমানবিক ও নীচ ঘটনা!’

দ্রুততম সময়ে দোষীদের চরম শাস্তির দাবিও করেছেন আনুশকা শর্মা।

গত ২৬ জুলাই জামশেদপুরের টাটা নগর স্টেশন থেকে তিন বছরের শিশুকে তুলে নিয়ে যায় দুই যুবক। পরে সিসিটিভি ফুটেজ দেখে একজনকে শনাক্ত করে পুলিশ।

শিশুটিকে তুলে নেওয়ার সেই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।